Thursday, April 17, 2014

সুদ খোরের উপর অভিশাপঃ-


হাদীসঃ- হযরত আলী (রাঃ) থেকে বর্ণিত , তিনি বলেন – সুদ গ্রহনকারী ও সুদ প্রদানকারীর উপর রাসুলে করিম (দঃ) অভিশাপ দিয়েছেন।            
                (বুখারী ৫/২২২২/৫৬১৭)


হাদীসের ব্যাখ্যাঃ- ইমাম আহ্‌মদ দারে কুতনী, তিবরানে আওসাত ও কবীরে আব্দুল্লাহ্‌ ইব্‌নে হান্‌যালা থেকে মারফু হাদীস বর্ণানা করেন যে, জেনে শুনে এক দের্‌হাম সমান সুদ খেলে
তা ছত্রিশটি যিনার চেয়ে বড় অপরাধ হিসেবে গণ্য হবে

বায়হাকী শুয়াবুল ঈমান কিতাবে ইব্‌নে আবাস (রাঃ) থেকে বর্ণিত হাদীসে এই বাক্যটি বেশি আছে “যে ব্যক্তি হারামের মালের দ্বারা দেহের গোশ্‌ত বানিয়েছে সে আগুনে নিমজ্জিত হওয়ার উপযোগী হবে” মুস্‌লিম শরীফ সহ অন্যান্য হাদীস গ্রন্থে বর্ণিত আছে যে, সুদখোর, সুদদাতা, সুদের লেখক ও সাক্ষ্যদানকারীর উপর রাসুলে পাক (দঃ) অভিশাপ দিয়েছেন।

No comments:

Post a Comment